Header Ads

Tamil Movie Review::Kaaka Muttai

Movie: Kaaka Muttai বা কাকের ডিম
Genre::Comedy,Drama
Director::M.Manikandan
Cast::Ramesh,Vignesh,Iyshwarya Rajesh
Releaase Date::5 June 2015
Running Times::109 minutes
IMDB::8.5/10
>>>All they wanted to eat a Pizza<<<
চেন্নাইয়ের বস্তিতে থাকে দুই ভাই, বাবা তাদের জেলে, ঘরের হাল কাধে নিয়েছে মা। আর মা বাইরে চলে গেলে ঘরে থাকে তাদের বুড়ি দাদী। এদিকে টাকার অভাবে স্কুলে যাওয়াও বন্ধ হয়েছে, তাই রেললাইনের আশপাশ থেকে কয়লা কুড়িয়ে এনে ১০-২০ টাকা কামিয়ে মাকে দেয় দুইভাই।
এই দুইভাইয়ের ক্যারেক্টারও মজার। কেউ নাম জিজ্ঞেস করলেই ছোটভাই বলে, "আমি ছোট কাকের ডিম আর ও বড় কাকের ডিম"। তো, এই ভাইদ্বয়ের হঠাৎ ঘটনাক্রমে শখ হলো যে তারা পিৎজা খাবে। তাদের খেলার মাঠ বন্ধ করে যে পিৎজা শপ দিছে, তারা সেখান থেকেই পিৎজা খাওয়ার চেষ্ঠা করে। এদিকে ঘটনাও অন্যদিকে মোড় নিতে শুরু করে। এখন, পারবে কী তারা পিৎজা খেতে? নাকি এক টুকরো পিৎজার জন্য তাদের ছোট্ট মনটাই ভেঙে যাবে?
 বিশেষ করে শেষ দিকে অ্যাড্রেনালিনের গতিবিধি চরমমাত্রায় বৃদ্ধি পেয়েছিলো। এদিকে আবার ক্রমাগত হাসির খোরাকও চালু ছিলো। বস্তির ছেলেমেয়েদের ছোট্ট ছোট্ট টাকায় কীভাবে জীবন চলে যায় সেটা বুঝতে পারলাম কিংবা সুবিধাবাদীদের ঠেলায় তারা কীভাবে পিস্ট হয় সেটাও দেখতে পেলাম এই সিনেমার মাধ্যমে। আমাদের চারপাশেই থাকে ওরা, কেউ হয়ত দেখে আর কেউ হয়তোবা না দেখার ভান করে এড়িয়ে চলে যায়। এ সবকিছুর কম্বিনেশনই সিনেমাটিকে স্পেশাল করে তুলেছে।
সিনেমার সবচেয়ে উল্লেখযোগ্য চরিত্র হলো তিনজন। দুই ভাই আর তাদের মা। নাম জিজ্ঞেস করলে যখন ইংরেজীতে নিজেকে ছোট কাকের ডিম আর বড় ভাইকে বড় কাকের ডিম বলে তখন নিশ্চিত যেকারোরই মুখে হাসি চলে আসবে। দুই ভাইযের প্রত্যেকটা ডায়ালগ আর ইমোশনে ছিলো পার্ফেকশন। দুইজনেরই অভিনয় এতোই চমৎকার ছিলো যে যেকোনো দর্শক সহজেই দুই ভাইয়ের সাথে নিজেকে এটাচ করতে পারবেন। আর মায়ের চরিত্রটাও অত্যন্ত সাবলীল ছিলো। প্রত্যেকটা ইমোশন খাপে খাপে বসে গেছে।
পরিচালকও তার ডেব্যু ফিল্ম হিসেবে বেশ ভালো মুন্সিয়ানা দেখিয়েছেন। বস্তির সিনগুলো, একরুমের ঘরে থাকা-খাওয়া, রাস্তায় দৌড়ে দৌড়ে জিনিস বিক্রির বাস্তব সিন শ্যুট করা সবগুলো অত্যন্ত রিয়েলিস্টিক ছিলো। বাহবার দাবিদার নিঃসন্দেহে।তাছাড়া, সিনেমাটি ভারতের অস্কার নমিনেশনের জন্য অফিশিয়াল এন্ট্রির দৌড়ে রানার্সঅাপ হয়েছিলো ঐ বছর।
সিনেমার সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো সিনেমার দুই কাকের ডিমই ঐ বস্তির বাসিন্দা। মানে, বাস্তব জীবনটাই পর্দায় অসাধারণভাবে তুলে ধরেছে এই দুই ক্ষুদে তারকা। আর সিনেমাটির প্রযোজক ধানুশ সিনেমাটি করানোর মাধ্যমে তাদের দুজনের পড়ালেখার দায়িত্ব নিয়েছে..

No comments

Powered by Blogger.