মুভি রিভিউঃ SOLO
মুভি::SOLO
নির্মাতা: Bejoy Nambiar
ধরণ: ড্রামা, থ্রিলার, অ্যাকশন
ভাষা: মালায়ালাম/তামিল
ধরণ: ড্রামা, থ্রিলার, অ্যাকশন
ভাষা: মালায়ালাম/তামিল
গল্প ।। এক
ভার্সিটিতে আপনি বন্ধুদের মধ্যমনি। যেকোন ঝামেলায় আপনার ডাক পড়ে। আপনার একবন্ধু গার্লফ্রেন্ড নিয়ে আর এক গ্রুপের কাছে মার খেয়ে এল। সেই গ্রুপেরও একজনের দাবি মেয়েটা তাকেই ভালবাসে। এবার আপনি সেই মেয়েটিকে নিয়ে সালিশে বসলেন। তাকে জিজ্ঞেস করলেন, এই দুইজনের মধ্যে সে কাকে ভালোবাসে? মেয়েটি জানালো একজনকেও না। সে আসলে আপনাকে পছন্দ করে! ভরা মজলিশে আপনি বাকহারা হয়ে গেলেন। তারপর...?
তারপর আপনারা একে অপরেরে প্রেমে পড়লেন। একটা সময় দুই পরিবার যখন জানল মেয়েটির গর্ভে আপনার সন্তান তারা অনেক ঝামেলা শুরু করল...সিদ্ধান্ত নিলেন বিয়ে করে ফেলবেন। বিপত্তিটা আসল এখানেই। সেই মেয়েটি একটা দুরারোগ্য রোগে আক্রান্ত। ডাক্তার জানালো আপনাদের অনাগত সন্তানও এই রোগে আক্রান্ত হবে। এবার আপনারা কি করবেন?
গল্প ।। দুই
পেশায় আপনি একজন ডাক্তার। নিরিবিলি থাকতে পছন্দ করেন তাই এক পাহাড়ি এলাকায় প্র্যাকটিস করেন। একদিন হাসপাতালে যাবার পথে দেখলেন পাহাড়ি রাস্তায় এক্সিডেন্ট করে একটা গাড়ি উল্টে খাদে পড়ে গেছে। ভেতরে চালক অর্ধ-মৃত! অনেক কষ্টে তাকে হাসপাতালে নিয়ে গেলেন। চিকিৎসা করে তাকে প্রায় সুস্থও করে তুললেন। এক সপ্তাহের মধ্যে রিলিজ নিয়ে চলে যেতে পারবে।
এমন সময় আপনি সেই লোকটির সাথে কথা বলতে আসলেন। তাকে বললেন, তার স্যালাইনে আপনি এমন একটা ওষুধ মিশিয়ে দিয়েছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে সে মারা যাবে। জীবন-মৃত্যুর এই মাঝের সময়টুকুতে আপনি তাকে একটা গল্প বলবেন। আপনার জীবনের গল্প। কি সেই গল্প?
গল্প ।। তিন
আপনি একজন গ্যাংস্টার। মানুষ মারা আপনার কাছে জীবন যাপনের একটা অংশ। খুব ছোটবেলায় মা আপনাদের ছেড়ে যান। বাবার অত্যাচারে বাধ্য হয়ে ছোট ভাইকে নিয়ে আলাদা থাকেন।
একদিন হঠাৎ করে জানতে পারলেন কে জানি আপনার বাবাকে মেরে ফেলেছে। সিসিটিভির ফুটেজ দেখে তাকে শনাক্ত করলেন। পিতৃহত্যার প্রতিশোধ নিতে আপনি ছুটলেন তাকে মারতে। আপনার বউ অনেক চেষ্টা করেও আপনাকে আটকাতে পারল না।
আপনার চোখ এড়িয়ে আপনার ছোট ভাইও আপনার পিছু পিছু চলে আসে। সেই হত্যাকারীকে মারতে যখন ঘরে ঢুকলেন পিস্তল ধরা আপনার হাতটা স্থির হয়ে গেল। কি দেখলেন সেই ঘরে যা আপনার তীব্র ক্রোধকেও মুহূর্তেই ভুলিয়ে দিল, যার চরম মাশুল দিলেন পরের মুহূর্তেই?
গল্প ।। চার
পেশায় আপনি একজন আর্মি অফিসার। আপনার বাবাও ছিলেন আর্মিতে। যে মেয়েটিকে ভালোবাসেন তার বাবাও আর্মি অফিসার। মেয়েটির বাবা-মা আপনাকে পছন্দ করে না। আর আপনিও নাছোড়বান্দা। যে ছেলেই বিয়ে করতে আসে তাকেই মেরে তাড়িয়ে দেন। মেয়েটির বাবা হুমকি দেয় - এই বিশৃঙ্খলার কারণে, আপনাকে আর্মি থেকে ডিসমিস করবেন। আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন যাই হোক আলাদা হবেন না। হায়ার স্টাডিজের জন্য একসময় মেয়েটি বিদেশে যায়। গিয়েই আপনার সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দেয়। আপনি দেখা করতে সেখানে গেলেও কিছুতেই সে আপনার সাথে দেখা করে না।
অনেকদিন পর তার বিয়ের কার্ড পান। এবার আপনি সেই বিয়েতে গিয়ে হাজির হন। জানতে চান কেন সে এমনটা করলো। কারণটা আপনি জানলেন - তবে মেয়েটি না, আপনাকে বলল আপনার মা!
পরের দিন মেয়েটির বাড়িতে গিয়ে আপনি সবার কাছে ক্ষমা চান। কি সেই কারণ যেটা শুনে আপনি শুধু নিয়তকেই দোষ দিতে পারেন?
**
চারটা ভিন্ন গল্পের এই সিনেমার প্রতিটি একটা করে প্রকৃতির উপাদান- পানি, বায়ু, আগুন আর মাটিকে রিপ্রেজেন্ট করেছে। আবার প্রতিটি গল্প দুইটা ভাগে ভাগ করা - চার বছর আগের আর পরের কাহিনী।
চারটা ভিন্ন গল্পের এই সিনেমার প্রতিটি একটা করে প্রকৃতির উপাদান- পানি, বায়ু, আগুন আর মাটিকে রিপ্রেজেন্ট করেছে। আবার প্রতিটি গল্প দুইটা ভাগে ভাগ করা - চার বছর আগের আর পরের কাহিনী।
No comments