Snipers Vs Thieves Game Review - Android Games
Snipers vs Thieves is a REAL-TIME multiplayer heist game! Protect your stash as a deadly Sniper or LOOT your rivals as a gang of filthy Thieves! ... Team up with Thieves across the world or buddy up with your friends and take on rival gangs!
গেমটি অনলাইন গেমগুলোর মধ্যে অসাধারন একটি এন্ড্রয়েড গেম। আমার কাছে খুবই ভালো লেগেছে। গ্রাফিক্স এবং কন্ট্রোল যথেষ্ট ভালো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি চোর এবং স্নাইপার উভয় মোড এই খেলতে পারবেন। এই গেমটার মেইন থিম হচ্ছে আপনি একজন স্নাইপার রাইফেলওয়ালা যে একটা বিল্ডিংয়ের জানালায় বসে থাকবে। বাকি চারজন প্লেয়ার যারা ব্যাংক থেকে টাকা চুরি করে বের হবে এবং বাইরে তাদের টিম এর গাড়ি দাড়ানো থাকবে একটু দূরে, তাদেরকে এই গাড়িটাতে উঠতে হবে স্নাইপারের চোখে ফাঁকি দিয়ে। আর স্নাইপারের কাজ হবে তাদেরকে যেতে না দেয়া অর্থাৎ তাদেরকে ফায়ার করে মেরে ফেলা। নির্দিষ্ট সময়ের মধ্যেই আবার গাড়িতে উঠে যেতে হবে, কারণ এর মধ্যেই পুলিশ চলে আসবে এবং আপনি এরেস্টেড হয়ে যাবেন। আর আপনার সঙ্গী বাকি তিন চোর!!! ভাববেন না যে তারা আপনার জন্য দাড়াবে। কেউ বেচে ফিরুক না ফিরুক গাড়ি তার পরোয়া করে না। আপনাকে ফেলেই চলে যাবে। এরমধ্যেই যদি মারা পড়েন তাহলো তো খেলা শেষ। গেমটির সবচেয়ে বড় আকর্ষন অনেকগুলো গেজেটস্। নানা ধরনের গেজেটস্ পাবেন এটাতে। চোর হলে স্নাইপারের চোখে ধূলো দেয়ার জন্য কাকতাড়ুয়া টাইপসের গেজেট, বক্সের ভিতর ঢুকে দৌড় দেওয়া, অদৃশ্য হয়ে যাওয়া, লাইফ ড্রিনক্স সহ আরো অনেক কিছু। আর স্নাইপারের কাছেও থাকবে অনেকগুলো গেজেট। যেমন- রাডার, টাইম বোম্ব, পয়জন, স্পেশাল বুলেটস্ সহ আরো অনেক কিছু। আমার কাছে যে গেজেটটি সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে মিউজিক গেজেটটা। এটা যদি আপনি চোরের উপর প্রয়োগ করেন তাহলে দেখবেন চোর না চাইতেও ড্যান্স করছে আপনার সামনে। তখন আপনি জুম করে ফায়ার করে দিন। মাঠেই মারা পড়বে চোরটা। তো আশা করি গেমটি আপনাদের ভালো লাগবে। খেলে দেখতে পারেন। ডাউনলোড লিঙ্ক দিলাম না, কারণ প্লে স্টোরেই পড়ে অাছে। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী রিভিউগুলোতে।
No comments