Header Ads

Shadow Fight 3 Game Review Bangla

গেমটির নতুন আপডেট আসলো আজকেই।
আশা করি আপনারা আগের দুটি ভার্সন খেলেছেন। এই ভার্সনে অনেক কিছু নতুন সংযোজন করা হয়েছে। নতুন লে আউট, স্টোরি এবং অনলাইন মাল্টিপ্লেয়িংসহ আরো অনেক কিছু। নিচে কিছু ছবি দিলাম। চাইলেই আপনি অনলাইনে অন্য জনের সাথে খেলতে পারবেন। অফলাইনেও খেলা যায় তবে সেটা শুধু চ্যাপ্টার মোডে। তবে এবারের গেমটির সাইজ একটু বড়। ভালো রেম আর গ্রাফিক্স না থাকলে হয়ত চলবে না গেমটি। তো মদ্দা কথা, আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। শেডো ফাইট সিরিজের এই অসাধারণ গেমটি খেলে দেখতে পারেন। প্লেস্টোরে এবেইলেবল তো আছেই। তাই আর লিংক দিলাম না। নিচে কিছু ছবি আপ দিলাম। দেখে নিতে পারেন।




No comments

Powered by Blogger.