Header Ads

Golmaal Again Movie Review in Bangla - গোলমাল এগেইন


প্রতিটিবারের মতো এবারও কমেডির ঝুড়ি নিয়ে হাজির রোহিত শেট্টির গোলমাল সিনেমার পাঁচ রত্ন-গোপাল (অজয়), মাধব (আরশাদ), লাকি (তুষার), লক্ষ্মণ( শ্রেয়ষ), লক্ষ্মণ (কুনাল)। এবারের পটভুমি ওটির শেঠ যমুনাদাস অনাথ আশ্রম। যেখানে এই পাঁচ রত্ন বড় হয়। প্রতিটি সিরিজের মত এবারও গোপাল জন্ম নেয় মাথাভর্তি রাগ আর বুদ্ধিশূন্য হয়ে। সে দিনে ঠিকঠাকই থাকে কিন্তু অন্ধকার হলেই ভূতের ভয়ে ঘুমায় না। আর বাকিরা আগের মতই। তো যমুনাদাস সাহেব যিনি অনাথ আশ্রমের মালিক তাঁর মৃত্যুর খবর শুনে সবাই আশ্রমে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা দিনে-রাতে অনেক রকম ভুতুড়ে কর্মকাণ্ডের সম্মুখীন হয়।মুভিটি অনেকটা হরর কমেডি মুভি বলা যায়। সবাইকে ভুতূরে বাড়ি থেকে রক্ষা করতে এগিয়ে আসে এনা ম্যাথিউ (তাব্বু), যিনি নাকি ছোটবেলা থেকেই আত্মাদের দেখতে পারেন এবং তাদের সাথে কথা বলতে পারেন। তার সাথে থাকেন ইয়াং সুন্দরী পরিণীতি চোপড়া। প্রথমে যখন তাকে সবাই দেখে তখন এনা বলে সে হচ্ছে বাড়ির কেয়ারটেকার দামিনী। কিন্তু কিছুটা রহস্যের গন্ধ পাওয়া যায় সিনটিতে। পুরোপুরি বুজার জন্য আপনকে মুভিটি দেখতে হবে। পুরো মুভিতে এটাই বিশাল একটা টুইস্ট বলা যায়। তবে সবাই ভাবে যে দামিনী গোপালের প্রেমে পড়েছে। বয়স যে প্রেমের বাধা হতে পারে না, সেটা আবারো বলিউডে দেখানো হলো। তো আসল ঘটনা হলো আশ্রমের মালিক জমনাদাস মারা যান নি। তাকে খুন করা হয়েছিল। তাঁর খুনী দুইজন ভদ্রতার মুখোশ পরে অনাথআশ্রমটি জায়গা বদলী করতে চায়। যেখানে আরো উন্নত সুযোগ সুবিধা থাকবে বলে জানান তিনি। কিন্তু আসলে তার উদ্দেশ্য ছিলো আশ্রমটি ভেঙ্গে সেখানে ফ্যাক্টরি করা। এটা জমনাদাশ বুজে যাওয়াতেই খুন করা হয়েছিল তাকে এবং তার মেয়ে খুশীকে। তো ধীরে ধীরে নানা অঘটন ঘটার পর থেকে গোপালরা বুজতে পারে এবং জানতে পারে খুন এবং খুনীর কথা। এই প্রতিশোধ নেওয়ার গল্পটাই হচ্ছে ছবির মূলকাহিনী।

গত এগারো বছর ধরে গোলমাল-এর মতো কমেডি  ইন্ড্রাস্ট্রিতে টিকে রয়েছে, সেটাই তো অনেক বড় ব্যাপার। এর আগে এমন হয়েছে কিনা সিনেমাপ্রেমীদের মনে পড়ছে কী? প্রতিবছরই নায়িকা বদলে নতুন নতুন হাসির প্লট সাজিয়ে দর্শকদের দিলখোলা বিনোদন করতে চলে আসে পরিচালক রোহিত শেট্টির কমেডি ফ্রাঞ্চাইজ গোলমাল সিনেমাটি। সিনেমার প্রথমার্ধ বেশ মজাদার। কিন্তু বিরতির পর সিনেমাটি গতি হারায়। মূল গল্প থেকে বেরিয়ে গিয়ে শাখা-প্রশাখায় ঘুরতে থাকে। তবে গোটা সিনেমাটিতে আপনি ক্রিটিক্স নয়, বিনেদন যদি খুঁজতে চান, তাহলে পয়সা উসুল হবে।

সিনেমার ট্যাগই হল, নো লজিক, অনলি ম্যাজিক। দিওয়ালির ছুটি উপভোগ করতে গেলে হলে গিয়ে দেখে আসুন গোলমাল আগেন।

No comments

Powered by Blogger.