Header Ads

ল্যাপটপ মেলায় আইলাইফের অফার


রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ল্যাপটপ মেলা।

এক্সপো মেকার আয়োজিত তিন দিনব্যাপী এই মেলায় অংশ নিচ্ছে আমেরিকান ব্রান্ড আইলাইফ বাংলাদেশের একমাত্র পরিবেশক সুরভী এন্টারপ্রাইজ।

ল্যাপটপ মেলায় স্টারটেক ও আইলাইফের প্যাভিলিয়নে থাকবে আইলাইফোর ল্যাপটপ।

মেলা উপলক্ষে আইলাইফের ল্যাপটপের সঙ্গে থাকছে নিশ্চিত আকর্ষণীয় উপহার।

মেলায় থাকবে আইলাইফের সর্বাধিক বিক্রীত ১৪ ইঞ্চি পর্দার ল্যাপটপ জেড এয়ার। যার দাম ১৬ হাজার ৪৯৯ টাকা।

এ ছাড়াও ২৯ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে নতুন অল ইন ওয়ান ফুল টাচ পিসি। এছাড়া থাকছে অন্যান্য মডেলের ল্যাপটপও।

অনলাইন শপ পিকাবু, দারাজ ও আজকের ডিলে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে আইলাইফের ল্যাপটপ কেনার সুযোগ রয়েছে। আইলাইফের প্রতিটি ল্যাপটপের সঙ্গে পাওয়া যাবে ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি।

আইলাইফ তাদের সব ল্যাপটপে জেনুইন উইন্ডোজ অপারেটিং সিস্টেম সরবরাহ করে।

আরব দেশে সম্প্রতি মাইক্রোসফটের পুরস্কার বিজয়ী ব্র্যান্ডটি দেশের বাজারে তাদের জেড সিরিজের বিভিন্ন ধরনের নতুন ল্যাপটপ ও ফুল টাচ অল ইন ওয়ান বাজারজাত করে আসছে।

জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের এই ল্যাপটপ, পিসি ও ট্যাবলেট পিসিগুলো খুবই স্লিম ও হালকা।

হালকা ওজনের প্রোডাক্টগুলোতে রয়েছে ওয়াই ফাই কানেকটিভিটি, ২টি ইউএসবি পোর্ট টু, মাইক্রো এইচডিএমআই ও এসডি কার্ড পোর্ট।

সরাসরি দুবাই থেকে আমদানি করায় এই ডিভাইসগুলোতে আরবি এবং ইংলিশ কিবোর্ড ব্যবহার করা হয়েছে।

এই ল্যাপটপগুলো জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ এর ব্যাটারি লাইফ। ব্যবহার করা হয়েছে  ৩০০০ থেকে ১০,০০০ এম এ এইচ ব্যাটারি, যা দিয়ে টানা ৭-৮ ঘণ্টা কাজ করা যাবে।

এই ব্র্যান্ডটি ইতোমধ্যে আরব দেশগুলোতে ব্যাপক সাড়া পেয়েছে।

মেলায় ভিজিট করে ল্যাপটপ ক্রয় করলে পাওয়া যাবে আকর্ষণীয় উপহার।

মেলার পাশাপাশি আইলাইফের  ল্যাপটপগুলো দেশের কম্পিউটার মার্কেটের স্টার টেক (আইডিবি ভবন, উত্তরা, মাল্টি প্লান সেন্টার, চট্টগ্রাম , রংপুর), রাইয়ান্স কম্পিউটার’স (আইডিবি ভবন, উত্তরা, মাল্টি প্লান সেন্টার, ইস্টার্ন প্লাস, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিং), ড্যাফোডিল কম্পিউটার, ডলফিন কম্পিউটার, টেকনো পালেস এবং কম্পিউটার ভিলেজের ( মতিঝিল, চট্টগ্রামের আগ্রাবাদ, সেন্ট্রাল শপিং সেন্টার জি ই সি মোড়) সব শো রুমে পাওয়া যাচ্ছে।

No comments

Powered by Blogger.