Header Ads

মুভি রিভিউঃ Shubh Mangal Saavdhan

Movie Name:: Shubh Mangal Saavdhan
Director::R.S.Prasanna
Cast::Ayushman Khurrana,Bhumi Pednekar
Genre::Romantic Comedy
Duration::1 hour 59 minutes
ধরেন আপনার বিয়ের কথাবার্তা পাকা, যে মেয়েটির সঙ্গে জীবনের গাঁটছাড়া বাঁধতে যাচ্ছেন, তাকে খুব পছন্দও করেন আপনি, সে'ও পছন্দ করে আপনাকে। আনুষ্ঠানিকতার আগে এই স্বল্প সময়টুকু চুটিয়ে প্রেম করে কাটাচ্ছেন দুজনে- ঠিক এই সময়েই যদি হুট করে আপনি জানতে পারেন ব্যক্তিগত দুর্বলতার কথা, যেটা আপনার বিবাহিত জীবনের জন্যে হুমকি হয়ে আসতে পারে, তখন কি করবেন আপনি? এই অদ্ভুত, কিন্ত বাস্তব সমস্যা নিয়েই দক্ষিণী পরিচালক আর প্রসন্নে'র সিনেমা- 'শুভ মঙ্গল সাবধান'!
'শুভ মঙ্গল সাবধান' ২০১৩ সালে তৈরী তামিল মুভি 'কল্যান সময়াল সধাম' এর রিমেক। দু'টো সিনেমার পরিচালক একই।গল্পটি মুডিট শর্মা (Ayushmann Khurrana) এবং সুগন্ধা (ভূমি পেডেনকার) নিয়ে তৈরী যারা প্রেমের মধ্যে পড়ে এবং বিয়ে করার পরিকল্পনা করে।বাকি কাহিনী আর বললাম না উপরে তো হিন্টস দিয়ে দিলাম। 
চলচ্চিত্রের ট্যাগলাইন, "প্রেমের জন্য দাঁড়ানো", একটি বিস্ময়কর ধারণা প্রকাশ করে যে প্রেম এমনকি শারীরিক সামঞ্জস্যের বাইরেও। নতুন চিন্তাধারার সঙ্গে, এই চলচ্চিত্রটিও হাস্যকর দাঙ্গা। সম্প্রতি বরেলির কি বারফিতে দেখা যায় আউশমান খুররানাকে, এই মুভিতেও অনেক ভালো কাজ করেছেন। সম্ভবত তিনি একজন অভিনেতা হিসাবে আরও সুযোগ আছে। তার শোরগোল, আগ্রাসন এবং রোম্যান্সের পথটি দেখার জন্য। যদিও তার কাজ আপনাকে ডম লাগে কে হাইসা এবং ভিকি ডোনারের স্মরণ করিয়ে দেবে। দম লাগা'কে হাইশা'র সেই মোটাসোটা গোলগাল ভূমিকেই খুব ভালো লেগেছিল, এরপর থেকে টয়লেট: এক প্রেম কাথা কিংবা শুভ মঙ্গল সাবধান- এই মেয়ে ভালো অভিনয় করেই যাচ্ছে। 
এরমাঝেও প্রেম আছে, আবেগ আছে, রাগ-অভিমান কিংবা খুনসুটিও আছে। সবকিছু মিলেই শুভ মঙ্গল সাবধান। শেষদিকে পরিচালকের তাড়াহুড়ো ভালো লাগেনি; যেভাবে হোক, সিনেমা শেষ করতে হবে এজন্যে একটা ক্লাইমেক্স বানিয়ে ফেললাম টাইপের একটা ব্যপার মনে হলো। আনন্দ এল রাইয়ের সিনেমায় জিমি শেরগিল থাকবেন না, সেটা অসম্ভব। ক্যামিও রোলে ঠিকই হাজির করা হয়েছে ওকে, কিন্ত কেন, কি প্রয়োজনে- কিছুই বোঝা যায়নি। শেষের দশ মিনিট বাদ দিলে বলিউডে এবছরে আমার দেখা সেরা বিনোদনমূলক সিনেমা অবশ্যই শুভ মঙ্গল সাবধান।
তো দেরী না করে দেখে ফেলুন মুভিটি। 

No comments

Powered by Blogger.