Monday, December 18, 2017

Movie Review::Bad Genius



Movie::Bad Genius
Director::Nattawut Poonpriya
Release Date::03 May,2017
Gnere::Crime,Drama,comedy
Country::Thailand
Language::Thai
Running Time::130 Minutes
Imdb Rating:8/10

এই মুভিটা দেখার সময় আমার শুধু জোকারের একটা ডায়ালগের কথা মনে পড়তেসিলো-
“If you're good at something, never do it for free.” ...
পুরনো কলেজ থেকে বের করে নিয়ে এসে অধিকতর উন্নত শিক্ষা লাভের আশায় কেন্দ্রীয় চরিত্র "লিন" এর বাবা থাইল্যান্ডের সবচেয়ে ভাল কলেজে ভর্তি করে দেন কণ্যাকে।কারন,এই কলেজ থেকে আমেরিকার বিখ্যাত ইউনিভার্সিটিসমূহে স্কলারশীপ নিয়ে পড়ার সুযোগ থাকে সবচেয়ে বেশি।পিওর জিনিয়াস বলতে যা বুঝায় লিন ঠিক সেরকমই একটি মেয়ে।বিশাল বিশাল ম্যাথস মুখে মুখে সমাধান করতে পারে,শুধু ম্যাথস নয়,অন্যসকল পাঠ্য বিষয়েই সে সমান পারদর্শী,অসম্ভব মেধার অধিকারী।কলেজে সবি ঠিক আছে কিন্তু এখানে খরচ অনেক বেশি।তার বাবা যদিও মেয়ের খুশির কথা চিন্তা করে হাসিমুখে অর্থ প্রদানে রাজি হয় কিন্তু লিন জানে এতে তার বাবার বেশ খানিকটা কষ্ট করতে হবে।এরি মধ্যে নতুন কলেজে ক্লাস শুরু করার পর অন্যান্য শিক্ষার্থীর নিকট থেকে লিনের কাছে একটা প্রস্তাব আসে এবং কিভাবে এই প্রস্তাবের দরুন একজন Genius মেয়ে BAD GENIUS এ রূপান্তরিত হয়,এটা নিয়েই মূলত মুভির কাহিনী।
সিনেমাটা মূলত পরীক্ষায় নকল করাকে ঘিরে নির্মিত হয়েছে।একজন জিনিয়াস মেয়ে যার উপর দায়িত্ব থাকে কলেজের সেমিস্টার ফাইনাল এক্সামে একটা রুমের ২৫ জন স্টুডেন্টকে পাশ করানোর।কিভাবে সে ধূর্ত টিচারের চোখ ফাকি দিয়ে বন্ধুদের পরীক্ষায় ভাল রেজাল্ট করতে সাহায্য করে,এর জন্য সে কি পন্থা অবলম্বন করে,কিভাবে সে স্বীয় মেধাকে ব্যবহার করে কলেজের গন্ডি পেরিয়ে আরেক জিনিয়াস "ব্যাংক" কে সাথে নিয়ে STIC(আমেরিকার ইউনিভার্সিটিতে স্কলারশীপের আবেদন করার জন্য যে এক্সাম দিতে হয়)এক্সাম চলাকালীন অন্যান্য শিক্ষার্থীদের উত্তর সরববরাহ করার মাধ্যমে লাখ লাখ অর্থ উপার্জন করে এবং তাদের এই অপরাধের শেষ পরিনতিই বা কি এসব জানতে হলে মুভিটি দেখা আবশ্যক।এক্সাম হলে বন্ধুকে উত্তর সাপ্লাই দেয়ার জন্য কিভাবে 2B পেন্সিল, জুতা, রাবার, পিয়ানোর সুর এসব ব্যবহৃত হয় তা জানতে হলেও দেখতে হবে মুভিটা।অর্থাৎ নকল যে কত বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার সাথে করা যায় এটা দেখানো হয়েছে আর এজন্যই মুভিটার নাম BAD GENIUS!!!
তবে একিসাথে মুভিটায় শিক্ষনীয় দিকও রয়েছে।নকলের পরিণতি যে কতটা ভয়ংকর হতে পারে আর এটা যে বড় একটা ক্রাইম এবং এর জন্য কত শিক্ষার্থীর শিক্ষাজীবন ধ্বংসের মুখে পড়ে যায় তাও যথাযথভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
মুভিটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।SAT এক্সামে একদল শিক্ষার্থীর চিট করার ঘটনা প্রমানিত হয় এবং তাদের উপর বেসিস করেই মুভিটা বানানো।

No comments:

Post a Comment