Header Ads

Tv Series:Dark

Name : Dark
Genre : crime,drama,mystery, sci-fi,thriller
Language :German(ডাব এবং সাব দুইটাই পাওয়া যাবে)
IMDb rating : 8.6 (will increase)
The Question is not WHERE
The Question is not WHO
The Question is not HOW
But WHEN ????
নেটফ্লিক্সের জার্মান ভাষার অরিজিনাল সিরিজ DARK এর টিজার, পোস্টার এবং ট্রেলারে এই ৪ টা লাইন খুব ভালোভাবে ফোকাস করা হয়েছে । টিজার, পোস্টার এবং ট্রেলার ভালোভাবে দেখলেই অনুধাবন করার কথা সিরিজের মেইন ফোকাস পয়েন্ট কোথায় !
এখন একটু পিছনে ফিরে যাই । নেটফ্লিক্সের অন্য একটা সিরিজে । স্টিফেন কিং এর "IT" বানাতে না পেরে সেখান থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে ডাফার ব্রাদার্স গতবছর স্ট্রেঞ্জার থিংস বানিয়ে বিশাল সাফল্য পেয়েছেন এবং ২য় সিজনেও সিরিজটা তার ধারাবাহিকতা বজায় রেখেছে । স্ট্রেঞ্জার থিংস যেমন অনেক জনরা তে ফেলা যায় ঠিক তেমনি ডার্ক ও অনেক জনরার সংমিশ্রণ এবং কিছু কিছু স্ট্রেঞ্জার থিংস এর সাথে মিলেও যাবে । তবে, স্ট্রেঞ্জার থিংস এর চাইতে এই সিরিজ অনেক ভয়ঙ্কর, আতঙ্ককর, নিষ্ঠুর এবং হিংস্র ।
বোঝাই যাচ্ছে "ডার্ক" নাম দিয়ে নির্মাতারা তাদের কাজের ব্যাপারে আগে থেকেই দর্শকদের ধারণা দিয়ে রাখতে চেয়েছেন । এই সিরিজ দেখার সময় অনেক বার পজ করে বুঝতে হয়েছে , অনেকে সময় আগের কিছু সিন দেখে আবার বুঝতে হয়েছে এবং অনেক কিছু বিশ্লেষণ করতে হয়েছে ।
২০১৯ সালের নভেম্বর মাস, উইন্ডেন শহরের কিশোর জোনাসের পিতা মাইকেল দুইমাস আগে কাউকে কিছু না জানিয়েই হঠাৎ করে সুইসাইড করে.. সুইসাইড নোটে লেখা থাকে যেন সেটা ৪ নভেম্বর ২০১৯, ১০.১৪ পিএম এর আগে কোনোভাবেই না খোলা হয়.. পিতার মৃত্যুর কারনে জোনাস মানসিক ভাবে আঘাত পাওয়ায় তার চিকিৎসা চলতে থাকে... মোটামুটি সুস্থ হয়ে স্কুলে গিয়ে তার বন্ধু বারতোজ থেকে জানতে পারে তার আরেক বন্ধু এরিকের হারিয়ে যাওয়ার কথা.. ১৩ দিন আগে হারিয়ে যাওয়া এরিকের সন্ধান তো দূরে থাক সামান্য পরিমান ক্লু পায়নি উইন্ডেন শহরের পুলিশরা.. শান্তিপূর্ণ শহরে হঠাৎ করেই এভাবে একজন হারিয়ে যাওয়া স্বাভাবিকভাবে নিতে পারেনা কেউই... এদিকে বারতোজ সদ্য সুস্থ হওয়া জোনাসকে এরিকের লুকানো ড্রাগ সম্পর্কে জানায় এবং সেটা আনার জন্য বন্ধুবান্ধব সহ বনের গভীরে এক গুহার কাছে যায়.. হঠাৎ এক ভয়ংকর শব্দে সবাই ছত্রভঙ্গ হয়ে পালাতে থাকলে সেখান থেকে হারিয়ে যায় আরেক কিশোর মিকেল যে পুলিশ ইন্সপেক্টর উলরিখের ছেলে..এমনটা শেষ হয়েছিলো ৩৩ বছর আগে যেখানে ঐ উলরিখ এরই ভাই ম্যাডস উধাও হয়ে গেছিলো, আজ পর্যন্ত যার কোনো সন্ধান পাওয়া যায়নি.. এরিক এবং মিকেলকে খুঁজতে খুঁজতে মিলে এক অজ্ঞাত কিশোরের লাশ যার মৃত্যু হয়েছে ভয়াবহ যন্ত্রনায়.. এরপর থেকে শুরু হয় কাহিনী -
তবে দর্শকদের কিন্তু ভুলে গেলে চলবে না , সিরিজটাকে ঘিরে যত প্রশ্ন আসবে এইসবের উত্তর "কোথায়", "কে" কিংবা "কীভাবে" দিয়ে ভাবতে গেলে কোনো উত্তর আসবে না । তাদের উত্তর খুঁজতে হবে "কখন" এর মাধ্যমে ।
সিরিজের থিম খুব ই চমৎকার । মেকিং খুব ভালো । জার্মান এবং ইংলিশ কিছু গানের সমন্বয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক মনোযোগ ধরে রাখতে কিংবা কৌতুহল বৃদ্ধি করতে সহায়তা করবে ।
পরিশেষে বলা যায় , মিস্ট্রি, অ্যাডভেঞ্চার, সাই-ফাই, হরর, থ্রিলার, ক্রাইম, ড্রামা এইগুলার সমন্বয়ে তৈরি এই টিভি সিরিজ দেখার পরে অনেক কিছুই মাথায় আসবে । শুধু দেখার পরেই না, দেখার সময়েও মস্তিষ্কে চাপ বৃদ্ধি পাবে এবং সেই সাথে না দেখে থাকতেও পারা যাবে না । এই বসুধায় অনেক কিছুই ঘটে যার কোনো কূলকিনারা করা যায় না । প্রকৃতি এবং সময়ের উপরেই ছেড়ে দিতে হয় ।

No comments

Powered by Blogger.