Header Ads

গত ম্যাচে ১৪ গোল ঠেকিয়ে ডি গিয়ার রেকর্ড

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের অসাধারণ এক দিন ছিল এটি। এক ম্যাচে প্রতিপক্ষের ১৪টি গোলের প্রচেষ্টা ঠেকিয়ে দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার ডেভিড ডি গিয়া এখন হিরো।
একইসঙ্গে দুর্দান্ত এক রেকর্ড স্পর্শ করেছেন তিনি।  ম্যানইউ কোচ হোসে মরিনহো বিশ্বসেরার স্বীকৃতিই দিচ্ছেন এই স্প্যানিশ গোলরক্ষককে।
শনিবার রাতে আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে ডি গিয়া অনন্য এই রেকর্ড গড়েন। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির থেকে পয়েন্টের ব্যবধান কমাতে সমর্থ হয়েছে দ্বিতীয় স্থানে থাকা হোসে মরিনহোর দল। এর ফলে আগামী সপ্তাহে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ডার্বিতেও বাড়তি অনুপ্রেরণা পাবে ইউনাইটেড।
প্রথমার্ধের স্টপেজ টাইমে রোমেল লুকাকুর আত্মঘাতি গোল থেকে দলকে দারুণভাবে রক্ষা করেন ডি গিয়া। কিন্তু বিরতির পরে তিনি আরো দুর্দান্ত হয়ে ওঠেন। ম্যাচে ১৪টি শট রক্ষা করে ডি গিয়া টিম কার্লের রেকর্ড স্পর্শ করেছেন।
২০১৩ সালের নভেম্বরে টটেনহ্যামের বিপক্ষে নিউক্যাসলের গোলকিপার কার্ল এই রেকর্ড গড়েছিলেন। এছাড়া ২০১৪ সালে ভিটো মানোনে চেলসির বিপক্ষে সান্ডারল্যান্ডের হয়ে একই রেকর্ড গড়েছিলেন।ত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ে বড় ভূমিকা ডি গিয়ার। পুরো ম্যাচে তিনি সরাসরি ১৪টি শট বাঁচিয়েছেন। শেষ ১৪ বছরে কোনো ম্যাচে এতগুলো শট কোনো গোলরক্ষকই বাঁচাননি।
পুরো ম্যাচে আক্রমণের বন্যা বইয়ে দিয়েও জয় পাওয়া হয়নি সানচেজ-ওজিলদের। প্রথমার্ধেই গোটা বিশেক শত নিয়েছে আর্সেনাল, তবু গোল পাওয়া হয়নি। এর দু-একটি ডি গিয়ার দিকে গেলে রেকর্ডটা আরও পোক্ত হতে পারত তাঁর। ২০০৩-০৪ মৌসুম থেকে গোল বাঁচানোর পরিসংখ্যান রাখা শুরু হয়। এর আগে ম্যাচে ১৪টি সেভ করেছিলেন দুই সাবেক গোলরক্ষক, নিউক্যাসেলের টিম ক্রুল ও আর্সেনালের ভিটো মানোনে।
  ৩৩টি শট নিয়েছে আর্সেনাল। ৭৬ শতাংশ সময়জুড়ে বল রেখেছে নিজেদের পায়ে। কিন্তু দিন শেষে পার্থক্য গড়ে দিয়েছেন ডি গিয়া। সে জন্যই তাঁকে ম্যাচ জয়ের নায়ক বলা।
কোচ মরিনহো তাই প্রশংসা করতে কার্পণ্য করেননি, ‘আজ আমার দলে বিশ্বের সেরা গোলরক্ষকটি খেলেছে।’ 

No comments

Powered by Blogger.